Posts

বৃত্ত(Circle)

  বৃত্ত(Circle): সংঞ্জা: কোনো সমতলে গতিশীল একটি বিন্দু যদি অপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদাই সমান দূরত্ব বজায় রাখে,তবে গতিশীল বিন্দুটির সঞ্চারপথকে বৃত্ত বলে। Facebook Page

বিভিন্ন প্রকার সংখ্যা (Types Of Numbers)

 1) স্বাভাবিক সংখ্যা (Natural Numbers): কোনোকিছু (বস্তসমূহ) গণনার প্রয়োজনে 1,2,3,4,5,6........সংখ্যাসমূহের উৎপত্তি হয়,এইসব সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যার সেটকে N দিয়ে প্রকাশ করা হয়। যথা: N={1,2,3,4,5,6,........} অথবা N={x: x একটি স্বাভাবিক সংখ্যা}। 2) পূর্ণসংখ্যা বা অখন্ড সংখ্যা(Integers): স্বাভাবিক সংখ্যার সঙ্গে -1,-2,-3.... এবং 0(শূন্য) সংখ্যাসমূহ সংযোজন করে যেসব সংখ্যা পাওয়া যায় , তাদের পূর্ণ সংখ্যা বা অখন্ড সংখ্যা বলে। পূর্ণ সংখ্যার সেটকে Z দিয়ে প্রকাশ করা হয়। যথা: Z={.......-4,-3,-2,-1,0,1,2,3,4.........} অথবা Z={ a: a একটি পূর্ণ সংখ্যা}। 3) মূলদ সংখ্যা (Rational Numbers): p এবং q(≠0) পূর্ণ সংখ্যা হলে, p/q আকারে প্রকাশিত সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যার সেটকে Q দিয়ে প্রকাশ করা হয়। যথা:  Q={p/q: p এবং q উভয়েই পূর্ণ সংখ্যা,q≠0} 4) অমূলদ সংখ্যা (Irrational Numbers): যেসকল সংখ্যাকে p/q(p ও q উভয়েই পূর্ণ সংখ্যা,q≠0) আকারে প্রকাশ করা যায় না অথবা যেসব সংখ্যার দশমিক আকার‌ অপৌনঃপুনিক ও অসীম , তাদের অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যার সেটাকে Q^c দিয়ে