Posts

Showing posts with the label বাঁশের বৈশিষ্ট্য

অষ্টম শ্রেণি: আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ।

আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ *পরিবেশের কিছু গুরুত্বপূর্ণ গাছ: 1) বাঁশ : বৈশিষ্ট্য:  (i) বাঁশ এক ধরনের বহুবর্ষজীবী, নিরেট পর্ব ও ফাঁপা পর্বমধ্য যুক্ত চিরসবুজ উদ্ভিদ। (ii) এদের কাণ্ড লম্বা নলের মত এবং শাখা প্রশাখার পরিমাণ কম। (iii) বাঁশের বৃদ্ধি খুব দ্রুত হয় প্রতি 24 ঘণ্টায় কোন কোন বাসের প্রায় 100 সেমি বৃদ্ধি হয়। Mass flowering :                             পরিবেশগত প্রভাবে, সময় ও ঋতুভেদে বাঁশের অঙ্গজ বৃদ্ধি বন্ধ হয়ে জননগত বৃদ্ধির সময় ফুল ফুটতে শুরু করে; ফুল ফোটার পরেই বাঁশ গাছের মৃত্যু হয়। দীর্ঘ সময় বাদে বাঁশ গাছের ফুল ফোটার ঘটনাকেই Mass flowering বলে। Note:            বঙ্গোপসাগরের উপকূল বরাবর জন্মানো বাঁশের একটি প্রজাতি হলো Melocanna bambusoides । এতে প্রতি 30-35 বছর অন্তর ফুল ফোটে ও ফল আসে। বাঁশের ব্যবহার:   (i) বাঁশের নরম কান্ড, গোড়া আর পাতা হল বিশ্বের বিপন্নতম প্রাণীগুলোর অন্যতম প্রধান খাদ্য।( চীনের জায়েন্ট পান্ডা, নেপাল ও ভারতের রেড পান্ডা, মাদাগাস্কারের লেমুর ) (ii) কিছু বাঁশের গোড়ায় এক ধরনের পোকা জন্মায়, এরা বাঁশের নরম কান্ড খায়। স্থানীয় মানুষ এই পোকার