Posts

অষ্টম শ্রেণি: আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ।

আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ *পরিবেশের কিছু গুরুত্বপূর্ণ গাছ: 1) বাঁশ : বৈশিষ্ট্য:  (i) বাঁশ এক ধরনের বহুবর্ষজীবী, নিরেট পর্ব ও ফাঁপা পর্বমধ্য যুক্ত চিরসবুজ উদ্ভিদ। (ii) এদের কাণ্ড লম্বা নলের মত এবং শাখা প্রশাখার পরিমাণ কম। (iii) বাঁশের বৃদ্ধি খুব দ্রুত হয় প্রতি 24 ঘণ্টায় কোন কোন বাসের প্রায় 100 সেমি বৃদ্ধি হয়। Mass flowering :                             পরিবেশগত প্রভাবে, সময় ও ঋতুভেদে বাঁশের অঙ্গজ বৃদ্ধি বন্ধ হয়ে জননগত বৃদ্ধির সময় ফুল ফুটতে শুরু করে; ফুল ফোটার পরেই বাঁশ গাছের মৃত্যু হয়। দীর্ঘ সময় বাদে বাঁশ গাছের ফুল ফোটার ঘটনাকেই Mass flowering বলে। Note:            বঙ্গোপসাগরের উপকূল বরাবর জন্মানো বাঁশের একটি প্রজাতি হলো Melocanna bambusoides । এতে প্রতি 30-35 বছর অন্তর ফুল ফোটে ও ফল আসে। বাঁশের ব্যবহার:   (i) বাঁশের নরম কান্ড, গোড়া আর পাতা হল বিশ্বের বিপন্নতম প্রাণীগুলোর অন্যতম প্রধান খাদ্য।( চীনের জায়েন্ট পান্ডা, নেপাল ও ভারতের রেড পান্ডা, মাদাগাস্কারের লেমুর ) (ii) কিছু বাঁশের গোড়ায় এক ধরনের পোকা জন্মায়, এরা বাঁশের নরম কান্ড খায়। স্থানীয় মানুষ এই পোকার

পদার্থ : গঠন ও ধর্ম

Image

বৃত্ত(Circle)

  বৃত্ত(Circle): সংঞ্জা: কোনো সমতলে গতিশীল একটি বিন্দু যদি অপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদাই সমান দূরত্ব বজায় রাখে,তবে গতিশীল বিন্দুটির সঞ্চারপথকে বৃত্ত বলে। Facebook Page

বিভিন্ন প্রকার সংখ্যা (Types Of Numbers)

 1) স্বাভাবিক সংখ্যা (Natural Numbers): কোনোকিছু (বস্তসমূহ) গণনার প্রয়োজনে 1,2,3,4,5,6........সংখ্যাসমূহের উৎপত্তি হয়,এইসব সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যার সেটকে N দিয়ে প্রকাশ করা হয়। যথা: N={1,2,3,4,5,6,........} অথবা N={x: x একটি স্বাভাবিক সংখ্যা}। 2) পূর্ণসংখ্যা বা অখন্ড সংখ্যা(Integers): স্বাভাবিক সংখ্যার সঙ্গে -1,-2,-3.... এবং 0(শূন্য) সংখ্যাসমূহ সংযোজন করে যেসব সংখ্যা পাওয়া যায় , তাদের পূর্ণ সংখ্যা বা অখন্ড সংখ্যা বলে। পূর্ণ সংখ্যার সেটকে Z দিয়ে প্রকাশ করা হয়। যথা: Z={.......-4,-3,-2,-1,0,1,2,3,4.........} অথবা Z={ a: a একটি পূর্ণ সংখ্যা}। 3) মূলদ সংখ্যা (Rational Numbers): p এবং q(≠0) পূর্ণ সংখ্যা হলে, p/q আকারে প্রকাশিত সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যার সেটকে Q দিয়ে প্রকাশ করা হয়। যথা:  Q={p/q: p এবং q উভয়েই পূর্ণ সংখ্যা,q≠0} 4) অমূলদ সংখ্যা (Irrational Numbers): যেসকল সংখ্যাকে p/q(p ও q উভয়েই পূর্ণ সংখ্যা,q≠0) আকারে প্রকাশ করা যায় না অথবা যেসব সংখ্যার দশমিক আকার‌ অপৌনঃপুনিক ও অসীম , তাদের অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যার সেটাকে Q^c দিয়ে